কর শিক্ষণ (Tax Education): কর অঞ্চল-গাজীপুর এর অধিক্ষেত্রাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণকে এবং উৎসে কর কর্তনকারী সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গকে যথাযথ আয়কর আদায় বিষয়ে সচেতনতা সৃষ্টি, আয়কর প্রদানে উদ্বুধকরণ, যথাযথভাবে আয়কর প্রদান এবং যথাযথভাবে রিটার্ন পূরন ইত্যাদি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষন কার্যক্রমে কর অঞ্চল-গাজীপুর এর কর্মকর্তাগণ অংশগ্রহণ করে আসছে।
জনাব মোঃ আব্দুর রহমান খান
তৌহিদুল মুনির