জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কল্যাণমুখী ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নং ৭৬ এর ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা করেন। জাতীয় রাজস্ব বোর্ড এর অধীনে কর বিভাগের সম্প্রসারণের ফলশ্রুতিতে ২০১১ সালের অক্টোবর মাসে গাজীপুর সিভিল জিলা ও টাঙ্গাইল সিভিল জিলা নিয়ে গঠিত হয় কর অঞ্চল-গাজীপুর। জাতীয় রাজস্ব বোর্ড তার সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে ধারাবাহিকতার সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরে বাজেটের সিংহভাগ অর্থ যোগান দিয়ে আসছে। অর্থনৈতিক উন্নয়নে গৃহিত মেগা প্রকল্পসমূহ যথা: পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি প্রকল্প বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড অর্থ যোগানের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ কর অঞ্চল- গাজীপুর এরই ধারাবাহিকতায় সফলতার সাথে রাজস্ব আহরণের কাজ করে যাচ্ছে।
জনাব মোঃ আব্দুর রহমান খান
খালেদ শারিফ আরেফিন