রিটার্ন দাখিল না করলে কি হয়

কোন করদাতা আয়কর অধ্যাদেশের 75 ধারা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তার উপর আয়কর অধ্যাদেশের 124 ধারা অনুযায়ী জরিমানা, 73 ধারা অনুযায়ী 50 শতাংশ অতিরিক্ত সরল সুদ এবং 73A ধারা অনুযায়ী বিলম্ব সুদ (delay interest) আরোপযোগ্য হবে। যে ক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিলের জন্য সময়ের আবেদন করে উপ কর কমিশনার কর্তৃক মঞ্জুরকৃত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করবেন, সে ক্ষেত্রে করদাতার উপর জরিমানা আরোপিত হবে না, তবে অতিরিক্ত সরল সুদ ও বিলম্ব সুদ আরোপিত হবে।

সিনিয়র সচিব, আইআরডি

চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড

আবু হেনা মোঃ রহমাতুল মুনিম
বিস্তারিত

কর কমিশনার

রঞ্জিৎ কুমার তালুকদার

জরুরি হটলাইন
সেবা সহজিকরণ
ইনোভেশন কর্নার
সামাজিক যোগাযোগ
আয়কর জমার কোড (আয়কর কোম্পানী): ১ - ১ ১ ৪ ১ - ০ ১ ২ ০ - ০ ১ ০ ১
আয়কর জমার কোড (আয়কর কোম্পানী ব্যতিত): ১ - ১ ১ ৪ ১ - ০ ১ ২ ০ - ০ ১ ১ ১
 
সর্বশেষ আপডেটঃ Oct 28, 2020