জনাব মোঃ খাইরুল ইসলাম কর অঞ্চল-গাজীপুরে কর কমিশনার হিসেবে ১৯ জুলাই, ২০২০ খ্রি. তারিখে যোগদান করেন। ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (কর ক্যাডার) এ সহকারী কর কমিশনার হিসেবে তাঁর চাকরীজীবন শুরু হয়। তিনি দীর্ঘ ২৬ বছর যাবৎ বাংলাদেশ সিভিল সার্ভিস (কর ক্যাডার) এ বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতা ও পেশাদারীত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর কর্মজীবনে কর অঞ্চল-১,২ ও ৩,চট্টগ্রাম, কর অঞ্চল-৫, ঢাকা, কেন্দ্রীয় জরীপ অঞ্চল-ঢাকা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা, বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা এবং কর পরিদর্শন পরিদপ্তর, ঢাকায় বিভিন্ন পদে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি বিগত ১৮ মার্চ, ২০১৯ খ্রি. হতে ১৩ জুলাই, ২০২০ খ্রি. পর্যন্ত কর কমিশনার হিসেবে কর অঞ্চল-বরিশালে কর্মরত ছিলেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ১৯৯০ সালে তিনি B.Sc. Ag (Hons.) ডিগ্রি অর্জন করেন।
সিভিল সার্ভিসে যোগদানের পর, জনাব মোঃ খাইরুল ইসলাম বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন যার মধ্যে মালয়েশিয়া ও দক্ষিণ কুরিয়ায় Transfer Pricing এবং ইংল্যান্ডে Tax Intelligence বিষয়ক প্রশিক্ষণ উল্লেখযোগ্য।
জনাব মোঃ খাইরুল ইসলাম যশোর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৩ এপ্রিল, ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন।
মোঃ খাইরুল ইসলাম